ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার জামালপুর : “শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানকে সামনে ছিলেন- জামালপুরের মেলান্দহে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে অদ্য মঙ্গলবার (১৭ মে) সকালে মেলান্দহ উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে মেলান্দহ সরকারি খাদ্য গুদামে এ ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

উদ্ভোধনি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,

জামালপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শফি আফজালুল আলম, জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ।

এদিকে প্রতি কেজি বোরো ধানের সংগ্রহমূল্য ২৭ টাকা, প্রতি কেজি সিদ্ধ চাল ৪০ টাকা ও আতপ চাল ৩৯ টাকা সরকার নির্ধারিত দরে সংগ্রহ করা হবে বলে জানা গেছে।