বুধবার নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনারের সামনে নওগাঁ তাত শিল্প ও কুঠির শিল্পমেলায় লটারীর নামে প্রকাশ্যে জুয়া বন্ধ ও ডিসলাইনে প্রচার বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০ ঘটিকায়  নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নওগাঁর সাধারণ জনগণ এই প্রকাশ্যে লটারী নামক জুয়া বন্ধের দাবীতে মানববন্ধন করেন। মানবন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীবৃন্দ, নওগাঁর সচেতন সাধারণ জনগণ, প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সংবাদকর্মী ও প্রসাশন এনএসআই, ডিএসবি, পুলিশ সহ বিভিন্ন মহলের সচেতন নাগরিক।

মানবন্ধনে বক্তব্য দেন সাংবাদিক রামিম দেওয়ান, সাংবাদিক আরাফাত হোসেন হিমেল, ছাত্রফ্রন্ট নেতা মিজানুর রহমান, মানবাধিকারকর্মী মোঃ সাইফুল ওয়াদুদ, সাংবাদিক সালাউদ্দীন আহম্মেদসহ আরো অনেকে। বক্তারা নওগাঁসহ সারাদেশের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন এতো সমস্যার ভেতর দিয়ে আমরা চলাচল করছি আর এর মধ্যে নওগাঁতে এভাবে তাত শিল্প ও কুঠির শিল্পমেলায় লটারীর নামে প্রকাশ্যে জুয়া চলছে যা সাধারণ গরিব পরিবারের মানুষের মণে লোভ সৃষ্টি করে আর এই লোভকে কাজে লাগিয়ে একটি চক্র সাধারণ মানুষের পকেট থেকে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য করছে।

জেলা প্রশাসক এ বিষয়ে লটারী বন্ধের জন্য নোটিশ দিলে তা আজও বন্ধ হচ্ছে না কেন? কেন এ নোটিশ বাস্তবায়ন হচ্ছে না? প্রশাসন কী তাদের থেকে দূর্বল? কাদের মদদে তারা জেলা প্রশাসকের নোটিশ কে অবগ্গা করে লটারী চালাচ্ছে? এমন বিভিন্ন প্রশ্ন উঠান বক্তারা।

দ্বিতীয় দফায় শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে নওগাঁ মুক্তির মোড়ে নওগাঁ তাত শিল্প ও কুঠির শিল্পমেলায় লটারীর নামে প্রকাশ্যে জুয়া বন্ধ ও ডিসলাইনে প্রচার বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে।

সেখানে শিক্ষার্থীরাও একই ধরনের তথা বলে এবং তারা আরো বলে যে আমাদের সামনে এসএসসি পরীক্ষা রয়েছে আমাদের পূর্বপ্রস্তুতির একটা ব্যাপার রয়েছে আর এই সময়ে প্রশাসন কীভাবে নওগাঁয় বাণিজ্য মেলার পারমিশন দিতে পারে এটা তদন্তের বিষয়।

তবে আমাদের অনুরোধ অতি শীঘ্রই যেন মেলার লটারী নামক জুয়া বন্ধ, ডিসলাইনে প্রচার বন্ধ ও মেলা বন্ধ করে দেওয়া হয় নতুবা আমাদের কঠোর আন্দলোন করতে হবে প্রয়োজনে আমরা আগামীকাল নওগাঁর সকল স্কুল কলেজের শিক্ষার্থী রাস্তায় নামবো।

মানবন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে সকলে উপস্থিত হয়ে লিকিত সকলের সাক্ষরিত স্মারক জমা দেন। জেলা প্রশাসক খালেদ মেহেদী হাসান পিএএ বলেন, আমরা লিখিত নোটিশ দিয়েছি তাও কেন বন্ধ হয়নি লটারী নামক জুয়া আমরা এটা শীঘ্রই শক্ত হস্তে দমন করবো।