মোঃ মেহেদী হাসান (পটুয়াখালী) কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপকে হত্যার ঘটনায় চারদিন পেরিয়ে গেলেও জড়িত ঘাতকদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাই দ্রুত ঘাতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কলাপাড়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। বৃহস্পতিবার (৯জুন) বেলা ১১টার দিকে কলাপাড়া উপজেলা প্রেস ক্লাব চত্বরে কলাপাড়া সাংবাদিক ক্লাবের উদ্দ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নিহত প্রদীপ কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক গণকন্ঠ পত্রিকায় কলাপাড়া উজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। এ নিয়েও পার্টনারদের সাথে বিরোধ চলছিল প্রদীপের। এছাড়া পারিবারিক সম্পত্তি নিয়ে প্রদীপের সেজভাই সোহাগের সাথে বিরোধ চলছিলো গত ঈদের পর থেকে।
ঘটনার রাতে সোহাগের সাথে কথা বলতে বলতে বাসা থেকে বের হন প্রদীপ। রাতে তার মৃত্যুদেহ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ সোহাগ। তাই ধারণা করা হচ্ছে, প্রদীপকে হত্যার পর পালিয়েছেন তিনি। প্রতিবাদ সভায় সাংবাদিকরা বলেন, প্রদীপ হত্যায় যারাই জড়িত থাকুক তাদের দ্রুত গ্রেফতার করা হোক। একইসাথে এ হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানেরও দাবি করেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।