মহানবী হযরত মুহাম্মদ (সঃ) ও হযরত আয়েশা (রাঃ) এর অবমাননার বিরুদ্ধে খুলনা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।
আজ বুধবার (১৫ জুন) দুপুরে ক্যাম্পাসের হাদী চত্বরে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধন থেকে মহানবী (সা.) এবং হযরত আয়েশা (রাঃ) এর অবমাননাকারী ভারতের দুই বিজেপি নেতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।
মানববন্ধনে শিক্ষকরাও সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন। পরে সাধারণ শিক্ষার্থীদের একটা বিশাল বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।