লাতিফুল আজম, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সময়ে-অসময়ে হানা দিচ্ছে বৈশাখী ঝড়। বাতাসের তীব্র গতি আর বৈশাখের বৃষ্টিতে হেলে পড়েছে বোরো ধান।
এতে জমির ধান নিয়ে চিন্তিত বেশিরভাগ কৃষক। এমনি এক কৃষকের ৫০ শতাংশ জমির বোরো ধান কেটে দিয়েছেন উপজেলা কৃষক লীগের নেতা-কর্মীরা। রবিবার উপজেলা কৃষকলীগের সভাপতি মিথুন কুমার রায় ও সাধারণ সম্পাদক শাকিল হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জন নেতাকর্মীরা ধান কেটে দেন।
জানা গেছে, কিশোরগঞ্জ ইউনিয়নের কামারপাড়া গ্রামের আবুল হোসেন নামের এক কৃষক ৫০ শতাংশ জমিতে বোরো ধান চাষ করেন। দুই সপ্তাহ আগে ধান কেটে ঘরে তোলার কথা থাকলে শ্রমিকের অভাব ও বৈরী আবহাওয়ার কারণে তা কাটতে পারেন নি।
ফলে ক্ষেতের ধান ক্ষেতে বিনষ্ট হচ্ছিল। এমন খবর পেয়ে উপজেলা কৃষক লীগের নেতাকর্মীরা কৃষক আবুল হোসেনের সাথে যোগাযোগ করে বেলা ১১ টার দিকে কাস্তে হাতে ক্ষেতে নেমে ধান কেটে দেন।
কৃষক আবুল হোসেন বলেন, হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে জমির পাকা ধান কাটা নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম এবং শ্রমিক সংকটের কারণে ধান কাটার শ্রমিক পাচ্ছিলাম না। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল।
কৃষক লীগের নেতারা এসে আমার ক্ষেতের ধান কেটে এবং সেই ধান মাথায় করে বয়ে নিয়ে এসে আমার উঠানে দিয়ে গেছেন। তাই আমি উপজেলা কৃষকলীগের নেতা-কর্মীদের কাছে কৃতজ্ঞ।