তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাদ্য অধিদপ্তর পরিচালিত ওএমএসর চাউল বিক্রি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা রেজাউল আলী, খাদ্য গুদাম কর্মকর্তা তোজাম্মেল হোসাইন, উপজেলা খাদ্য পরিদর্শক ফরিদা ইয়াসমিন, উপ খাদ্য পরিদর্শক মো. ফারুক হোসেন।
খাদ্য গুদাম কর্মকর্তা তোজাম্মেল হোসাইন বলেন, পরিষদ চত্বর, ডাকবাংলো, জর্জ একাডেমী সংলগ্ন ও আধারকোঠা বটতলা মোট চার স্থানে ওএমএসর চাউল বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সর্বোচ্চ ২ টন চাউল বিক্রি করতে পারবো।
একজন ৫ কেজি করে চাউল ক্রয় করতে পারবে। প্রতি কেজি চাউল ৩০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ ছাড়া টিসিবির কার্ড যাদের নামে আছে তারা মাসে ২ বার এই ওএমএসর চাউল ক্রয় করতে পারবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।