ওয়ার্ড ফর বেটার বাংলাদেশ আয়োজিত হেলথ প্রমোশন ফাউন্ডেশন সংক্রান্ত স্টিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে জামালপুরে সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক স্টিকার ক্যাম্পেইন শুরু করা হয়েছে।

রাষ্ট্রের সার্বিক উন্নয়নের সাথে সকল মানুষের শারিরীক এবং মানসিক সুস্থতার বিষয়গুলো সম্পৃক্ত। প্রকৃতপক্ষে জনস্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্যখাতকে আরো বিস্তৃতি ও গুরুত্ব দিয়ে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা অত‍্যাধিক জরুরী।

 

রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালীকরনের লক্ষ্যে সরকারের কাছে বাংলাদেশে হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমরা সমন্বিতভাবে বিভিন্ন কর্মসূচি পালন করছি। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে আগামী দিনগুলোতে আরো অনেকটা পথ অতিক্রম করতে হবে।

হেলথ প্রমোশন বিষয়ক কার্যক্রমের ধারাবাহিকতায় এ পর্যায়ে আমরা সারাদেশে বছরব্যাপী স্টিকার ক‍্যাম্পেইনের পরিকল্পনা গ্রহন করেছি। বছরব‍্যাপী স্টিকার ক‍্যাম্পেইন পরিকল্পনার অংশ হিসেবে অদ‍্য রবিবার (১৭ জুলাই) দুপুরে স্টিকার ক‍্যাম্পেইন অনুষ্ঠানের উদ্ভোদন করেন।

 

জামালপুরের স্থানীয় সংগঠন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) -এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহম্মদ রফিকুল ইসলাম সরকার, নির্বাহী পরিচালক সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও) শরীফপুর,

আনিসুর রহমান, নির্বাহী পরিচালক, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থা, চর যথার্থপুর, জামালপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী। এ

ছাড়াও উপস্থিত ছিলেন সংস্হার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যথাক্রমে তুহিন মিয়া, হিসাব রক্ষক, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, রবিউল ইসলাম, প্রকল্প সমন্বক, (এসপিকে) জামালপুর সহ স্থানীয় এলাকার গন‍্যমান‍্যব্যক্তি বর্গ।