জামালপুরের মেলান্দহে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় মেলান্দহ উপজেলা মির্জা আজম অডিটোরিয়ামে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের আর্থিক সহায়তায় উপজেলা প্রশাসন এর আয়োজনে,ইউএনও সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিষয় ভিত্তিক আলাচনা করন-সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সয়দ হারুন অর রশিদ, সাবেক উপজলা ডেপুটি কমান্ডার জালাল উদ্দিন, উপজলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মেয়র আলহাজ শফিক জাহদী রবিন, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, পিআইও আলহাজ আ: রাজ্জাক, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা প্রমুখ।
কর্মশালায় সরকারি-বেসরকারি সংস্থা-শিক্ষা প্রতিষ্ঠান-জনপ্রতিনিধি, মুক্তিযাদ্ধা, গণমাধ্যমকর্মী, নারী উদ্যাক্তাসহ বিভিন পেশাজীবির লোকজন উপস্থিত ছিলেন। কর্মশালায় ১০ উদ্ভাবনীর আওতায় সামাজিক নিরাপত্তা, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি ক্লিনিক শিশু বিকাশ, ডিজিটাল বাংলাদেশ, পল্লীসঞ্চয়, শিক্ষা সহায়তার উপর গুরুত্বরোপ করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।