বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী নবগঠিত পৌর আ’লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে গো হাটা পৌর আ’লীগের কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আ’লীগের আহবায়ক ও পৌর মেয়র সেলিম রেজা লিপন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, যুগ্ম সাধারন সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. জালাল উদ্দিন, সদস্য জালাল সিকদার, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক মো. আলী আকবর আলী, এমএ মতিন প্রমুখ।
২২ বছর পর গত ২৭ জুলাই ফরিদপুর জেলা আ’লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশয়াতিক আরিফ বোয়ালমারী পৌর মেয়রকে আহবায়ক, আলী আকবর আলীকে ১নং যুগ্ম আহবায়ক, এমএ মতিনকে ২নং যুগ্ম আহবায়ক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটির ঝনিমোদন দেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।