দিনাজপুরের খানসামায় দায়িত্ব গ্রহণ করলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
রবিবার (১৭ জুলাই ) সকাল ১০টায় নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন আনুষ্ঠানিকভাবে খানসামা উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। সেই উপলক্ষে চেয়ারম্যানের নিজ বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপজেলা চত্ত্বরে উপস্থিত হন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আজম চৌধুরী লায়ন।
প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া করেন তিনি। পরে আনুষ্ঠানিকভাবে খানসামা উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় প্রথমে খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তার ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেয়।
পরে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কমকর্তা- কর্মচারী, নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে অভিষেক করেন নব-নির্বাচিত চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ্, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভীন, সহ-সভাপতি সাইফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দসহ শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মেম্বার, সাংবাদিক ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।