২২ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার ৫ম মার্কেটিং ডে উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবন চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শোভাযাত্রা রবীন্দ্র বটতলায় এসে সমাবেশে রূপ নেয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সারা বাংলাদেশে একযোগে মার্কেটিং ডে উদযাপন করায় আনন্দ প্রকাশ করেন এবং আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মার্কেটিং-এ কর্মরত বিশেষজ্ঞ, কর্মী-ব্যবস্থাপক এবং যারা ফ্রন্ট লেভেলে কাজ করেন তাদের সবার প্রতি তিনি একটি দায়িত্বশীল মার্কেটিং সিস্টেম গড়ে তোলার জন্য আহ্বান জানান। ভবিষ্যতে পরিবেশ ও সমাজকে সমন্বিত করে যে মার্কেটিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন সেক্ষেত্রে একাডেমিক ইন্সটিটিউটগুলোর একটি বড় ভুমিকা আছে বলে রবি উপাচার্য মনে করেন। তিনি বলেন, আমাদের এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমন শিক্ষানীতি প্রবর্তন করতে হবে যাতে করে ভবিষ্যতে পরিবর্তিত অবস্থায় সুযোগ্য জনসম্পদ তৈরি করা যায় যাতে করে একটি কার্যকরী ব্যবসাবান্ধব পরিবেশ আমরা লাভ করতে পারি।

প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মার্কেটিং-এর গুরুত্ব আলোচনা করে মার্কেটিংকে “অ্যাপ্লাইড বিজনেস” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, মার্কেটিং-এর কাজ শুধু পণ্যদ্রব্য বিক্রয় ও প্রমোশন করাই নয়, একটি পণ্য বা সেবা সুলভমূল্যে কীভাবে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায়, সেটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি কোনো পণ্য বা সেবা সম্পর্কিত ক্রেতার অভিযোগ ও প্রত্যাশা বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে নতুন নতুন ধারণা সৃষ্টি, সমাজ ও সংস্কৃতির উন্নয়নে অত্যন্ত জরুরি। উপাচার্য মহোদয় আরও বলেন, করোনাকালীন বৈশ্বিক সংকটে জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসায়ীরা একেবারে ফ্রন্টলাইনের কাজগুলো সমাধা করে মার্কেটিং যে মানুষ ও সমাজের প্রতি তার দায়বদ্ধ, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে । তিনি আরও বলেন, মার্কেটিং একটা প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র। প্রতিটি স্তরেই মার্কেটিং-এর কাজ আছে। একটা প্রতিষ্ঠান পণ্য-সেবার নতুন বাজার সৃষ্টি বিক্রয় বৃদ্ধির মাধ্যমেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। তাই মার্কেটিং-এর যথার্থ মূল্যায়ন করা উচিত। মার্কেটিং ডে উদযাপনের প্রাসঙ্গিকতা সম্পর্কে তিনি বলেন, মার্কেটিং বিষয়ে উদ্ধুদ্ধ করতে ও গুণগতমান বজায় রেখে সুলভমূল্যে পণ্যদ্রব্যের সঠিক সরবরাহে শিক্ষার্থীদের প্রত্যয়ী করতে এবং মার্কেটিং-এর একাডেমিক ও প্রফেশনালদের মধ্যে সমন্বয় সাধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি উদযাপন করা হচ্ছে।

এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন ও মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ বোরাক আলী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সাথে মার্কেটিং দিবসের কেক কর্তন করা হয়।