শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি: খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক কৌতুক অভিনেতা নাট্যশিল্পী,সমাজসেবক, পরোপকারীবন্ধু রবীন্দ্রনাথ শীলের অকাল মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গড়ইখালি ইউনিয়ন সাংস্কৃতিক জোটের আয়োজনে কুমখালি প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার বিকেলে গড়ইখালী ইউনিয়ন সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক ও পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক নিপুন কান্তি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা সাংস্কৃতিক জোটের সহকারী সমন্বয়ক ও সোলাদানা ইউনিয়ন সাংস্কৃতিক জোটের প্রধান সমন্বয়ক সাংবাদিক বিভাসেন্দু সরকার(বি.সরকার),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আইয়ুব আলী সরদার। রবীন্দ্রনাথ শীলের অকাল প্রয়ণে স্মরণসভায় বক্তব্য রাখেন,গড়ইখালী ইউনিয়ন সাংস্কৃতিক জোটের সহকারী প্রধান সমন্বয়ক উজ্জ্বল কান্তি সানা,
সহকারী সমন্বয়ক বিকাশ চন্দ্র মন্ডল, গণেশ চন্দ্র মন্ডল,তাপস কুমার সানা, মানব ঘরামি,হাফিজুর রহমান, খায়রুল ইসলাম খানু,আজিজুর রহমান,প্রশান্ত মাঝি,কৌশিক মন্ডল, অঞ্জন মন্ডল,উজ্জল শীল,অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার মন্ডল,তাপস মন্ডল সহ আরও অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।