ফরিদপুর চরভদ্রাসন প্রতিনিধি: (২৭শে সেপ্টেম্বর ) মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি খায়রুল ইসলাম ও ওসি মিন্টু মন্ডল।
সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা ফরিদা বেগম হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরউদ্দিন মৃধা, সাংবাদিক আবুল কালাম ও মোঃ ওহাব মোল্লা । বক্তারা চরভদ্রাসনে আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ-সময় আইন শৃঙ্খলা সভায় ৭জন নতুন সদস্যর পরিচয় করিয়েদেন আইন শৃঙ্খলা সভার সভাপতি। তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা ফখরুজামান,ইউ সদস্য চরভদ্রাসন আবুল কালাম আজাদ, ইউিপ সদস্য গাজিরটেক অনছের মোল্লা, মসজিদের ইমাম হাফেজ আল নোমান, হাজীডাঙ্গী মসজিদ, সভাপতি যুবলীগ চরভদ্রাসন মাহফুজুর রহমান মুরাদ,সমাজ সেবক গাজিরটেক ইউপি ফরহাদ হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।