![খানসামায় এক স্কুলে কেউ পাস করেনি, হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/11/dkk1240.jpg)
খানসামায় এক স্কুলে কেউ পাস করেনি, হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা
খানসামায় এক স্কুলে কেউ পাস করেনি, হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা
মোঃ জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষায় দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের হাজীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে অংশ নেওয়া কোন পরীক্ষার্থী পাস করেনি। এ নিয়ে হতাশ পরীক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (২৮ নভেম্বর) এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। জানা গেছে, ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এই বিদ্যালয় থেকে ৬ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। তারা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী। তবে সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ওই বিদ্যালয়ের কোন শিক্ষার্থী পাস করেনি। এনিয়ে এখন এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
অভিভাবক ও স্থানীয় লোকজনের দাবি, বিদ্যালয়ে শিক্ষকরা মানসম্পন্ন পাঠদান না করানোর কারণে এমন ফলাফল। মানসম্পন্ন পাঠদান করানো হলে নিশ্চয়ই ভাল ফলাফল আশা করা যেতো বলে তারা মনে করেন।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক রঞ্জিত রায় বলেন, আসলে এবার যেহুতু পাশ করেনি আগামীবার পদক্ষেপ নিয়ে চেষ্টা করবো যাতে এ রকম না হয়।
এ ছাড়াও উপরে উল্লেখিত অভিভাবক ও এলাকার মানুষের অভিযোগের কথা অস্বীকার করে তিনি বলেন, আমরাতো এলাকার মানুষের মুখে হাত দিতে পারবো না। আর তাছাড়া করোনা ভাইরাসের কারণে এই সমস্যা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ওই বিদ্যালয়ে ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু ১ জন্যও পাশ করতে পারেনি এতে শিক্ষকরা সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে নি এবং শিক্ষার্থীরাও আগ্রহী ছিলনা সবোপরি শিক্ষকরা সঠিক ভাবে দায়িত্ব পালন করেনি। আর করলে অবশ্যই ২ টা পাশ করতো। এখনো রেজাল্টের নম্বর দেখা হয়নি যে কোন বিষয়ে ফেল করলো। কালকে এবিষয়টি তদন্ত করে দেখবো। দেখে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে আমরা অবশ্যই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।