বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না হাটখোলাচর মোহামম্মাদিয়া দাখিল মাদরাসার ৯ম ও ৭ম শ্রেণীর দুই ছাত্রী গত ( ২০ ডিসেম্বর) একই দিনে প্রেমিকের হাত ধরে ঘর বাধার আশায় বাড়ি ছাড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থীর পরিবার মেয়েকে ফিরে পাওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে এক শিক্ষার্থীকে উদ্ধার করে বুধবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে তার পরিবাবের নিকট ফেরত দেন থানা পুলিশ।
জানা যায়, গত ২০ ডিসেম্বর হাটখোলাচর মোহাম্মাদিয়া দাখিল মাদরাসার ৯ম শ্রেণীর এক ছাত্রী একই শ্রেণীর একই গ্রাম হাটখোলাচর গ্রামের মিলন মোল্যার ছেলে শাকিব মোল্যার সাথে এবং একই মাদরাসার ৭ম শ্রেণীর এক ছাত্রী একই মাদরাসার ৯ম শ্রেণীর ছাত্র ও একই গ্রাম হাটখোলাচর গ্রামের বাসিন্দা তাসির শেখের ছেলে আব্দুল্লাহ শেখের সাথে প্রেমের টানে পালিয়ে যায়।
পালানোর ঘটনায় ওই দুই ছাত্রীর পরিবার তাদের মেয়েকে ফিরে পাওয়ার জন্য থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর গত বুধবার ৯ম শ্রেণীর ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুজিয়ে দেন পুলিশ।
উদ্ধারকারী এসআই মামুন ইসলাম বলেন, দুই ছাত্রী চলে যাওয়ার পর ৯ম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের নিকট বুজিয়ে দেওয়া হয়েছে। অন্য ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।