আজম খান, বাঘারপাড়া(যশোর) : যশোরের বাঘারপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার এ কর্মশালার আয়োজন করে যশোর জেলা মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সহযোগিতায় ছিলেন, বাঘারপাড়া উপজেলা প্রশাসন। এদিন বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ জাকির হাসান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার শাখা যশোরের উপপরিচালক হুসাইন শওকত।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। কর্মশালায় অংশ গ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস,কর্মশালায় অংশ নেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিববৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।