কলাপাড়া, পটুয়াখালীঃ পটুয়াখালীর কলাপাড়ার শিক্ষানুরাগী, বিষিষ্ট সমাজ সেবক ও ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল লতিফ গাজীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুল লতিফ গাজী কল্যান ট্রাষ্ট এর আয়োজন করে।
অনুষ্ঠানে ট্রাষ্টের সভাপতি মো. নিজাম বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ তালুকদার। শোক সভায় স্মৃতিচারন করে বক্তব্য রাখেন, মো. আফজাল উকিল, হুমায়ুন কবির, শওকত মাষ্টার, শিক্ষক লিটন খান, মো. মামুন গাজী, মেজবাহ উদ্দিন মৃধা, মরহুম আব্দুল লতিফ গাজীর বড় ছেলে গাজী রাইসুল ইসলাম রাজিব ও ছোট ছেলে মো. হাসিবুল ইসলাম হাসিব গাজী প্রমুখ।
অনুষ্ঠান শেষে মৃত্যুের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাতটি পরিচালনা করেন মাও. মো. ফেরদাউছুর রহমান।
এসময় কলাপাড়া এমবি কলেজের সাবেক ভিপি ও যুবলীগ নেতা মো.জিয়াউর রহমান জিয়া, ইউপি সদস্য মো.বাচ্চু মোল্লাসহ শিক্ষক, ইউনিয়নের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৯ সালের ৩০ আগষ্ট জননন্দিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ গাজী বাধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।