শুক্রবার দুপুরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ও মা আয়েশা (রা)বিরুদ্ধে কটুক্তি করায় নবাবগঞ্জ ওলামা পরিষদ ওসর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে উপজেলা পরিষদের সামনে নবাবগঞ্জ বিরামপুর সড়কে  বিক্ষোভ মিছিল ও মানববন্ধন  করেছেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের জামে মসজিদের খতিব হাফেজ মাওনা আব্দুল আজিজ,  থানা জামে মসজিদের খতিব মুফতি আসাদুল্লা, দারুল আরকাম মাদ্রাসার শিক্ষক মোঃ তরিকুল ইসলাম,
নবাবগঞ্জ উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আল আলিমুল রাজীব সহ অনেকে।
এছাড়া নবাবগঞ্জ উপজেলার শওগুন খোলা তিনঘরে পাড়া জামে মসজিদে সহ বিভিন্ন মসজিদে প্রতিবাদ জানানো হয়েছে। বক্তারা জোরালো প্রতিবাদ সহ ভারতের পর্ন‍্য বয়কটের আহবান জানান।