ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মা ও নবিন জিন্দাল কতৃক বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ১২ই জুন রবিবার সকাল ৯টায় রাজশাহী পলিটেকনিক সাধারণ শিক্ষার্থীবৃন্দর আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে রাজশাহী পলিটেকনিকের সকল টেকনোলজির সাধারণ শিক্ষার্থী আংশগ্রহন করেন৷ শিক্ষার্থীদের মিছিলটি রাজশাহী পলিটেকনিক থেকে বেরিয়ে নিউমার্কেট পার হয়ে আলোকের মোড় পর্যন্ত যায় এবং রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছেন ৭ম পর্বের বেশ কিছু শিক্ষার্থী৷
প্রতিবাদ সমাবেশে ৭ম পর্বের বেশ কিছু শিক্ষার্থী বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,নুপুর শর্মা ও নবীন জিন্দাল বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে,
আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, এবং এই দুই কুলাঙ্গারের ফাঁসি দাবি করছি।এবং ভারতের সকল পণ্য বয়কট করার আহবান জানাই তারা৷ এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী পলিটেকনিক সকল টেকনোলজির এর সাধারণ শিক্ষার্থী বৃন্দ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।