ফরিদপুরের মধুখালী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড(ইউসিসিলিঃ) এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কিমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা হলরুমে ইউসিসিলিঃ আয়োজিত পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নব নির্বাচিত মধুখালী উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মীর আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা, ব্যবস্থাপক আনসার ও ভিডিপি ব্যাংক,
মধুখালী শাখাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি,সাধারন সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মধুখালী উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি লিমিটেড ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি মীর আব্দুল মান্নান, সহসভাপতি মো. মনির হোসেন, সদস্য আঃ কুদ্দুস মৃধা, মো. সাহেব আলী খান,আব্দুল মালেক নান্নু, মুন্সী আঃ ছাত্তার, সুশান্ত কুমারসহ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।