মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে বিলকিস বেগম (৪৮) ও শিখা বেগম (৪৪) নামের দুইবোনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিলকিস বেগম উপজেলার আধাইপুর ইউপি’র দেউলিয়া গ্রামের আফজাল হোসেনের স্ত্রী ও শিখা বেগম একই ইউপি’র জগন্নাথপুর গ্রামের প্রবাসী মিলন হোসেনের স্ত্রী।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে দুইবোনের মধ্যে টাকা পয়সা নিয়ে মনোমালিন্য চলছিল। এর ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর বিকালে গ্যাসের বিষাক্ত ট্যাবলেট খেয়ে ঘটনাস্থলে বিলকিস বেগমের মৃত্যু হয়। আর শিখা বেগমকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু ঘটে।
পুলিশ জানায়, দুই বোনের মধ্যে টাকা-পয়সা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে এই আত্মহত্যার ঘটনা ঘটে। বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন বলেন, খবর পেয়ে লাশ দুটো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।