ময়মনসিংহ কারিতাস মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও কারিতাসের যৌথ উদ্যোগে আদিবাসীদের সাম্প্রতিক সমস্যা, চ্যালেন্জ সমূহ ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ জুন) দিনব‍্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন , রেভা.ফাদার শিমন হাচ্চা, ভিকার জেনারেল, ময়মনসিংহ ধম প্রদেশ।

প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য মি. জুয়েল আরেং এম পি, ময়মনসিংহ-১ (হালুয়া ঘাট ও ধোবাউড়া)। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অজয় এ মৃ, ইউজিন নকরেক, সুলেখা ম্রং প্রমুখ। প্রার্থনা ও পরিচয় পর্বের পর কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করেন আন্ঞলিক পরিচালক, কারিতাস ময়মনসিংহ অঞ্চল।

 

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ‘র কাজের ব্যাখ্যা প্রদান করেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ। তিনি ভবিষ্যতে করণীয় সমূহ গ্রুপ আলোচনার মাধ্যমে ব্যাখ্যা করা সহ আগামী কর্মপরিকল্পনা নির্ধারণ করার গুরুত্ব আরোপ করেন। দলীয় আলোচনায় এলাকা ভিত্তিক সমস্যা, আদিবাসীদের নেতৃবৃন্দ এবং সংগঠন সমূহের আগামী দিনের কাজের ধরণ প্রত্যাশা করেন।

দলীয় আলোচনা ও উপস্হাপনা সহ মুক্ত আলোচনার মাধ্যমে কৌশলগত পদক্ষেপ ধরণ এবং পরামর্শ সহ সহযোগিতা সম্পর্কে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি ও সভাপতি মহোদয় সন্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং কর্মশালার সারসংক্ষেপ উপস্হাপন করেন। পরিশেষে সভাপতি উপস্হিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার কাজ শেষ করেন।