তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামে বিনয় বিশ্বাস (১৬) নামের এক কিশোর মোবাইল ফোনে বন্ধুর সাথে রাগারাগি এবং পাপজি গেম খেলে ভারসাম্য হয়ে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।
বিনয় বিশ্বাস নতুবদিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে। এ ঘটনায় বলরাম বিশ্বাস বাদি হয়ে ইউডি মামলা করেছেন। জানা যায়, বিনয় বিশ্বাস মোবাইল ফোনে বন্ধুর সাথে রাগারাগি করে ও পাপজি গেম খেলেয়ে ভারসাম্যহীন হয়ে বুধবার (২৪ আগস্ট) ভোর ৫ টার দিকে বাড়ির পাশে আমগাছের সাথে ওড়না দিয়ে গলায় ফাস নেয়। পরে লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
দাদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, বিনয় আগে স্কুলে পড়তো। গত বছর থেকে পড়া শোনা ছাড়ান দিয়েছে। মোবাইল ফোনে বন্ধুর সাথে রাগারাগি হয় বলে জানতে পারি। মোবাইল ফোনে পাপজি গেম খেলতো। এই দুই কারনে সে গলায় ফাস নিয়ে মারা গেছে শুনেছি।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান বলেন, মোবাইল ফোনে বন্ধুদের সাথে রাগারাগি করে এবং মোবাইল ফোনে পাপজি গেম খেলানো কারনে ভারসাম্য হয়ে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর জানা যাবে কি কারনে আত্মহত্যা করেছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।