সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ যুব মহিলা লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় অফিসে তাড়াশ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীনের সভাপতিত্বে কেক কাটা, দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ,

উপজেলা মহিলা লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, সাধারণ সম্পাদক সবিতা রানী টুনিসহ অনেকেই।