শেখ রাসেল বাগেরহাট জেলা প্রতিনিধি. সুন্দরবনের পশুর নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় তার গলায় মোটা দড়ি বাঁধা ছিল।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলেরা জানান, পশুর নদীতে দুপুর থেকে মরদেহ ভাসতে দেখেন তারা। খবর পেয়ে সন্ধ্যায় নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেলেদের খবরে মঙ্গলবার সন্ধ্যায় নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে লাল রঙের শাড়ি ও গলায় মোটা দড়ি বাঁধা ছিল। কাছাকাছি হওয়ায় মরদেহ রাতে মোংলা থানায় রাখা হয়েছে। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।