হৃদয় শীল, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাজনা ৮ দলীয় নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ নভেম্বর বিকেলে গাজনা উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে খেলা পরিচালনা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল বাশারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বক,খেলা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ও গাজনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ওহাব মোল্যা।
ফাইনাল খেলা উদ্বোধন করেন রাজ্জাক জুট মিলস্ লিঃ এর পরিচালক মোঃ জিয়াউর রহমান খান। সার্বিক পরিচালনায় ছিলেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি গোলাম ফারুক,সাধারন সম্পাদক সুখেন মজুমদার,গাজনা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জোমারত হোসেন শেখ,তাওহীদুর রহমান তৌজিদ বিশ^াস ও হেলাল উদ্দিন সরদারসহ প্রমুখ।
গাজনা ৮ দলীয় নকআউট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার তেঁতুলিয়া সমাজকল্যাণ যুব সংঘ একাদশ বনাম নড়াইল জেলার নড়াইল ফুটবল একাদশ। খেলায় উভয় দল নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র করলে মিমাংশা গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে তেঁতুলিয়া সমাজকল্যাণ যুব সংঘ একাদশ ৫-৪ গোলে নড়াইল ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তোলে। চ্যাম্পিয়ন ও রানারআপদের হাতে পুরস্কার তুলে দেন খেলার অতিথিগণ। খেলা পরিচালনা করেন সাঈদ দোহা ,সহকারী হিসেবে ছিলেন মোঃ মাহফুজুর রহমান ও সবুজ। পরন্ত বিকেলে এলাকার শতশত নারী-পুরুষ খেলাপ্রেমিরা খেলা উপভোগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।