ডা. আজাদ খান, স্টাফ রিপোর্টার জামালপুর: জামালপুরে ৩য় পর্যায়ে ২শ ৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ আধাপাকা এসব ঘরের কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত এসব ঘর হস্তান্তর শুভ উদ্বোধন করেন।
পরে স্থানীয়ভাবে জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এক ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন সিআইপি। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন,
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।