তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বোয়ালমারী সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চালিনগর গ্রামের বাসিন্দা সমাজ সেবক হাসিবুল ইসলাম তোরাব নিজের অর্থায়নে ৪০ টি পরিবারের জন্য ৩০০ ফুট মাটির রাস্তা নির্মাণ করে দিয়েছেন।
জানা যায়, বোয়ালমারী চিতার বাজার সড়কের চালিনগর গ্রামের উত্তর পাড়া সালাম শেখের বাড়ি থেকে মোশাররফ মোল্যার বাড়ি পর্যন্ত ৩০০ ফুট মাটির রাস্তা নির্মাণ করে দিয়েছেন বোয়ালমারী সদর ইউনিয়নের কৃষকলীগের সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম তোরাব।
হাসিবুল ইসলাম তোরাব জানান, চালিনগর উত্তর পাড়ার ৪০ টি পরিবারের চলাচলের জন্য কোন রাস্তা নেই। বৃষ্টির দিনে এই পরিবারের লোকজনগুলো পায়ে হেটে বাড়িতে যেতে পারে না।
এই মহল্লার বসতিদের রাস্তা না থাকার কারনে কষ্টের সেমা নেই। তাই এদের কথা চিন্তা করে আমি নিজের টাকা দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করে দিয়েছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।