লাতিফুল আজম কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো ভেঙ্গে গিয়ে ভারী যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে উপজেলার ৯ টি ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম দুভোর্গের স্বীকার হচ্ছেন।নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিনুর রহমান আবু জানান, গত তিনদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে নিতাই ইউনিয়নের নিতাই গাংবের সরকারী প্রাথমিক বিদ্যালয় যাওয়ার একমাত্র কাঁচা সড়কটি ধসে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
অপর দিকে মুশরুত পানিয়াল পুকুর থেকে নিতাই ইউনিয়ন পরিষদ যাওয়ার পাঁকা সড়কটির বেশ কিছু জায়গায় বড় ধরনের ভাঙ্গনের ফলে সড়কটি দিয়ে চলাচলে হাজার হাজার মানুষকে দুভোর্গ পোহাতে হচ্ছে। বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান সুজাউদ্দোলা লিপটন জানান, কিশোরগঞ্জ উপজেলা থেকে বাহাগিলি ইউনিয়ন পরিষদ যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিন থেকে সংস্কার না করার ফলে এমনিতেই চলাচলের অনুপোযোগী। তাঁর উপর গত দু থেকে তিনদিন যাবৎ ভারী বৃষ্টিপাত হওয়ায় সড়কটির শতাধিক স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
বিকল্প কোন সড়ক না থাকায় এলাকাবাসী ওই সড়কটি দিয়ে চলাচলে চরম দুভোর্গের স্বীকার হচ্ছেন।রণচন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোকলেছুর রহমান বিমান বলেন, আমার ইউনিয়নের মধ্যে রণচন্ডি বাবুপাড়া, বসুনিয়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকার কাঁচা সড়কগুলোর অবস্থা দীর্ঘদিন থেকে বেহাল তাঁর উপর কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতের কারনে ওই সকল এলাকার মানুষজন অনেক কষ্টে রয়েছে। সড়কে হাঁটু পরিমান কাঁদা পানি জমে থাকায় চলাচলে এলাকার মানুষের খুব কষ্ট হচ্ছে।
দীর্ঘদিন থেকে সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার বার অবহিত করলেও কোন কাজ হচ্ছেনা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার বলেন, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারনে বেশকিছু সড়ক ভেঙ্গে গিয়ে চলাচলে বিঘ্নতা হচ্ছে। যেখানে যেখানে বেশি ভাঙ্গন দেখা দিয়েছে সেগুলো জরুরী ভিত্তিতে মেরামত করা হচ্ছে বাকিগুলো বর্ষার পরে মেরামত করা হবে। উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসানের সাথে কথা বললে তিনি বলেন, এলজিইডির যে সমস্ত সড়ক ভেঙ্গে গেছে সেগুলোর তালিকা করে খুব দ্রুত সময়ের মাঝে সংস্কার করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।