নিজস্ব প্রতিনিধি: গত শনিবার বিকেলে জানাজার নামাজ পড়াতে আসা দুই ব্যক্তির দুটি মটরসাইকেল খোয়া গেছে। ঘটনাটি ঘটেছে মণিরামপুরের ঝাঁপা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ঝাঁপা গ্রামের সামছুর রহমান ওরফে বড় মিয়া (৮০) গত শনিবার দুপুরের দিকে স্ট্রোক জনিত রোগে মারা যান।
এদিন বিকেলে আসরের নামাজের পর বাড়ির পাশে জানাজার নামাজ পড়াতে বিভিন্ন এলাকার লোকজন ও আত্নীয় স্বজন অংশ গ্রহন করেন। এর মধ্যে ঝাঁপা দাড়িয়া পাড়া গ্রামের ইউছুপ আলীর যশোর ল ১৩-৭৬৬৬ নাম্বারের ব্লু রঙ্গের পালসার ডাবল ভিস্ক মটরসাইকেল নিয়ে জানাজার নামাজ পড়াতে আসেন তার বড় ভাই ইদ্রীস আলী ও আত্নীয় সুবাদে শার্শা উপজেলার নাভারন জিরনগাছা গ্রামের নাছির উদ্দীন যশোর হ ১৭-৫২২০
নাম্বারের কালো সাদা রঙ্গের ডিসকভার মটরসাইকেল নিয়ে জানাজার নামাজ পড়াতে আসেন। জানাযার নামাজের শেষে দাফন কার্য্য সম্পন্ন করে ফিরে এসে দেখে তাদের গাড়ি দুটি নাই। মূহুর্তে চারদিকে খোজাখুজি করেও কোথাও সন্ধান মিলাতে পারেনি মটরসাইকেল দুটি।
এ বিষয়ে চুরি হয়ে যাওয়া মটরসাইকেল মালিক ইউছুপ আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, মটরসাইকেল চুরির বিষয়ে প্রাথমিক ভাবে ঝাঁপা পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে। থানায় জিডি করার প্রস্তুতি চলছে। এ বিষয়ে ঝাঁপা পুলিশ ফাঁড়ির এ এস আই মোয়াজ্জেম হোসেন বলেন,
কে যেন বলছিল, জানাজার নামাজ পড়া সময় পাশে রাখা মটরসাইকেল কে যেন সরিয়ে রেখেছে পাওয়া যাচ্ছে না। পরে আর কেউ কিছু জানাইনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।