জসিম উদ্দিন!খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী” এই প্রতিপাদ্যে দিনাজপুরের খানসামা উপজেলা আনসার ও ভিডিপি’র উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ডিসেম্বর) দুপুরে উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট (পিভিএম) হাছান আলী।
উপজেলা প্রশিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা। সমাবেশটিতে উপজেলার ৬ ইউনিয়নের দুইশতাধিক পুরুষ ও মহিলা আনসার-ভিডিপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ চারজন সদস্যকে বাই-সাইকেল প্রদান করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।