অনুমোদন পেল মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর দিনাজপুর জেলা কমিটি
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর দিনাজপুর জেলা শাখার ৩১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি ।গতকাল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদিত কমিটির অনুলিপি প্রকাশ করা হয় ।সেখানে আল মামুন সরকার কে সভাপতি ও জুয়েলকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় ।বাকিরা হলেন সহ-সভাপতি শংকর দাস, নুরে আলম সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান সরকার, হাসান ফরিদ বিদ্যুৎ, প্রভাষক ইফতে খাইরুল মামুন, সাংগঠনিক সম্পাদক তারিক আজিজ আজবীর, কোষাধ্যক্ষ ইদি আমিন ফ্রান্সিস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক তহিদুল ইসলাম বকুল, আইন বিষয়ক সম্পাদক তানজিলা আক্তার, বন ও পরিবেশ সম্পাদক মোস্তফা দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুদ, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক আসাদুজ্জামান পার ভেজ, মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গুলশান আরা লাকি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মাসুদ হোসেন, ত্রাণ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জেসমিন আক্তার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল মবে দ্বিন মোহাম্মদ আরোজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান শাহ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফাতেমা মুক্তিসহ সদস্যরা হলেন অরুণ চন্দ্র শীল, নুরুজ্জামান, মাহামুদুল হাসান, হাফিজুল ইসলাম, মো. মাসুম, নিরালা শারমীন, ইব্রাহিম খান দুলাল, এহতেশাম পলাশ।উক্ত অনুলিপিতে কমিটির নেতৃবৃন্দের নামের তালিকার পাশাপাশি কমিটির মেয়াদকাল ও গঠনতন্ত্রের বিভিন্ন দিকনিদের্শনা উল্লেখ করা হয় ।এদিকে কেন্দ্রীয় কমিটির নিদের্শনা অনুযায়ী আগামী ৩মাসের মধ্যে উপজেলা পর্যায়ে কমিটি গঠনসহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সুনাম রক্ষার্থে গঠনতন্ত্র মেনে সকল কার্যক্রম পরিচালনা করা হবে এমন আশাবাদ ব্যাক্ত করেন কমিটির নেতৃবৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।