তাসনুবা ইসলাম মীম,বরগুনা আমতলী প্রতিনিধি:
আমতলী উপজেলার 2 নং কুকুয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের পূর্ব কেওয়াবুনিয়া গ্রামে

একটি রাস্তা কেওয়াবুনিয়া কান রাস্তা সংলগ্ন নিল গাজী মাদবার বারির পাস থেকে ব্রিকফিল্ট বাজার পযর্ন্ত, রাস্তাটি খুবই খারাপ!

এবং নিল গাজী বারির পিছনে রাস্তার দুইটি চুঙ্গা ছিলো তা গারি জাওয়ার সময় চুঙ্গা ২ টি ভেঙ্গে গেছে,

তাই রাস্তা দিয়ে চলাচল করা খুবই কস্ট কার ও বৃষ্টির সিজনে রাস্তা তলিয়ে যায় তখন রাস্তা দিয়ে চলাচল করা খুবই ভয়াংকর! কারন ভাঙ্গা চুঙ্গা তলিয়ে যায় তাই অনেকেই ওখনে পরে যায়, কেহ পায়ে ব্যাথা পায় কারো মোবাইল এবং মারাত্মক খতিও হয়েছে,,

তাই এলাকার মানুষের একটাই দাবি তারা সন্মানিত, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, কে রাস্তা টির দিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করা হলো,, অনুরোধ ক্রমে এলাকার লোকজন!