![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/04/kk8-20.jpg)
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আজ (১৮ এপ্রিল) ১৬ রমজান সোমবার বিকাল ৪ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ আমীরুল ইসলাম এর পরিচালনায় পাওয়ার হাউজ মোড়স্থ কার্যালয়ে মাসিক বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুরআন নাজিলের এ মাসে আমাদের কুরআন থেকে শিক্ষা নিতে হবে।
আমাদের বাস্তব জীবনে কুরআনুল কারিমের বিধিবিধান পূর্ণ বাস্তবায়ন করতে হবে, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে কুরআন কে প্রতিষ্ঠিত করতে হবে। নেতৃবৃন্দ সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনের উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন, বিশেষত আগামী ২১ মে পীর সাহেব চরমোনাই ঘোষিত খুলনা বিভাগীয় মহাসমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, মহানগর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর জয়েন্ট সেক্রেটারি মুফতী ইমরান হুসাইন।
উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন মোঃ ফেরদাউস গাজী সুমন, মোঃ আবুল কাশেম, মোঃ সোহরাব হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, আফজাল হোসেন, আব্দুল কুদ্দুস, শেখ জাহাঙ্গীর আলম, কারী লুৎফর রহমান, মিরাজ মহাজন, শেখ মোঃ টিপু সুলতান, মোঃ আরিফুর রহমান মিঠু, মোঃ আবুল কালাম মৃধা, মোঃ হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ উসামা আবরার, মোঃ ইয়াসিন, নূর ইসলাম, আব্দুল্লাহ, রমজান, প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।