মো. ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অসহায় কৃষকদের মাঝে গবাদি পশুর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের ব্যস্থাপনায় গো-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে মানবিক সহায়তা কর্মসূচির জিআর নগদ অর্থ দ্বারা ক্রয়কৃত ৫০ কেজি করে গো-খাদ্য ৬৫ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মো. সায়েম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নীলকন্ঠ আইচ মজুমদার, সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

মোঃ ইসহাক
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ
০১৯১০২০৭৪৫৪