মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেন, পৌর মেয়র ও ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার ও কলেজের অধ্যক্ষ কামরুল আলম প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন বলেন, বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
বঙ্গবন্ধু বাঙালির জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছিলেন বলেই আজ আপনি-আমি সবাই এই পর্যায়ে আসতে পেরেছি। বঙ্গবন্ধু আকাশের মতো উদার হৃদয়ের অধিকারী ছিলেন। উদ্বোধন শেষে বঙ্গবন্ধু কর্ণার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও অন্যান্য অতিথিরা। এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।