মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সোমবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সোহাগী ইউনিয়নে ঈশ্বরগঞ্জ থানা কতৃক বিট পুলিশিং সচেতনতায় পথসভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়ার সাথে পথসভায় অংশগ্রহণ করেন ঈশ্বরগঞ্জ থানার পুলিশ সদস্য গণ।ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া, জনগণের কাছে উপস্থান করতে সক্ষম হয়েছেন যে পুলিশ কোন আতঙ্ক নয় ও থানা কোন ভয়ংকর স্থান নয়। বরং পুলিশ জনগণের বন্ধু, থানা শুদ্ধতার স্থান। সমাজে ঘটে যাওয়া বা ঘটমান নানান অপরাধ নির্মুল করতে এলাকা বাসীর সহযোগিতা চান বিট পুলিশং কর্মকর্তা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিতি ছিল সোহাগী ইউনিয়ন এর বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও জনপ্রতিনিধি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।