আব্দুস সোবহান | নড়াইলঃ ১৬ মার্চ -২০২১ খ্রি. নড়াইলে উন্নত প্রযুক্তির ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট দীর্ঘদিন পরে থাকার পর নতুন করে আবার চালু করা হয়েছে। মঙ্গলবার নড়াইল পৌরসভার আয়োজনে এলাকার গোহাট খোলা এলাকায় ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় নির্মিত এ প্লান্ট আবার চালু করে এ কার্যক্রমের উদ্বোধন করেন-

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

জানা যায়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে প্রতি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি সংশোধনের জন্য উন্নত প্রযুক্তি ক্ষমতা সম্পন্ন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি তৈরি করেন। ২০১৯ সালের ১৯ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে নড়াইল পৌরসভার তৎকালীন মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাসের নিকট প্লান্টটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ঐ সময় ৩ মাস এটি কোনোরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চললেও পরে আর চলেনি। দীর্ঘদিন ধরে পরে থাকায় পানি শোধনের বিভিন্ন ধাপগুলোতে পানি পচে শ্যাওলা জমে মশা উৎপাদনরে কারখানায় পরিনত হয়। নষ্ট হয়ে যায় বিভিন্ন যন্ত্রাংশ ও অবকাঠামো। পানি শোধনের পাইপেও ধুলাবালি ও মরিচা ধরে। পানি শোধনাগারের নিজস্ব বিদ্যুৎ ট্রান্সফরমারের তার পুড়ে গেলেও তা আর ঠিক করা হয়নি।

পরবর্তীতে নড়াইল পৌরসভার নবনির্বাচিত মেয়র আঞ্জুমান আরা এটি নতুন করে চালুর উদ্যোগ গ্রহণ করেন এবং আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আবার প্লান্টটি চালু করা হয়।

জানা যায়, প্রতি ঘণ্টায় ৩৫০ ঘনমিটার পানি শোধনের ক্ষমতা রয়েছে এ ট্রিটেমেন্ট প্লান্টারে। সার্বক্ষণিক তিনটি পানির পাম্প থেকে পানি শোধানাগারে আসবে। তারপর মোট ৬টি ধাপ শেষে এ পানি শোধন হবে। এ শোধানাগার চালুর ফলে পৌরসভার ১৩ কিলোমিটার এলাকার ২ লক্ষাধিক মানুষ পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি পানের সুবিধা ছাড়াও পানি বাহিত রোগ কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগ থেকে মুক্তি পাবে।

পৌর মেয়র আঞ্জুমান আরা বলনে,

নির্বাচনের সময় পৌরবাসীকে কথা দিয়েছিলাম আমি বিজয়ী হলে পৌর বাসীকে সুপেয় পানি পান করাবো। তাই আমি ক্ষমতা গ্রহণের পরই শোধানাগারটি চালুর উদ্যোগ গ্রহণ করে ক্ষমতা গ্রহনের ১৬ দিনের মাথার এটি চালু করলাম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরার সভাপতিত্বে পৌরসভার প্রকৌশলী লক্ষ্মীকান্ত হালদার, মো. সুজন আলী, পৌর কাউন্সলির মো. রেজাউল বিশ্বাস, মো. শরফুল আলম লিটু, কাজী জহিরুল হক, মো. বাবুল, ইপি রানী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম টুলুসহ পৌরসভার কর্মকর্তাসহ অনেকে।