শায়েক আহমদ,স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষারে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি এর প্রস্তাবিত নামের শুভ উন্মোচন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় জোনাকি কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে এক আলোচনা সভা ট্রাষ্টি, ও সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ক্রীড়া সংগঠক মিজানুর রহমান মিষ্টার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি জয়নাল আবেদীন।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমেদ বাবু, যুক্তরাজ্য প্রবাসী ট্রাষ্টি আতিকুর রশীদ চৌধুরী শিপার, অবসরপ্রাপ্ত শিক্ষক ফয়জুর রহমান, প্রধান শিক্ষক মিছবাউর রহমান, প্রেসক্লাব সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ,আব্দুন নূর নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিপন ইসলাম ময়নুল, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক ও পতনঊষার ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভাশেষে প্রস্তাবিত স্থানে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি এর নামের ফলক আনুষ্ঠানিক শুভ উন্মোচন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি হাফেজ মাওলানা আতিকুর রশীদ চৌধুরী শিপার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।