করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৯ জুন) সকাল সাড়ে ৮টা পর্যন্ত খুলনার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে পাঁচ জন, খুলনা জেনারেল হাসপাতালে তিন জন এবং বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জনের মৃত্যু হয়েছে।
এ ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনা করোনা ডেডিকেট হাসপাতালে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের রামপালের লাবলী আক্তার (৪২), খুলনা সদরের মনি খন্দকার (৪০), বাগেরহাট সদরের ফারুখ আহমেদ (৭০) ও যশোরের কেশবপুরের মশিউর রহমান (৬৫) মারা গেছেন। এছাড়া একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ১৩০ শয্যার হাসপাতালটিতে ১৮৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে আরও চার জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, যশোরের নওয়াপাড়ার পায়রা বাজারের আব্দুল হামিদ (৭০), গোপালগঞ্জের কাশিয়ানির ফুকরা এলাকার মরিয়াম বেগম (৭০), নড়াইল সদরের মাগুরা এলাকার আব্দুল বারী (৬৩) ও একই এলাকার তুলারামপুরের জিয়াউর রহমান (৩৮)। এছাড়া হাসপাতালের করোনা ইউনিটে ৯২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন, তার মধ্যে ৩০ জন পুরুষ ও ৩৬ জন নারী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।