বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় সড়ক দুর্ঘটনায় ইব্রাহীম হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান। (৬ নভেম্বর) শনিবার সকাল পৌনে ১২ টার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহর এলাকা ঢাকামোড় অগ্রণী ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, নিহত ইব্রাহীম হোসেন কাজের উদ্দেশ্য বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের নটকুমারী গ্রাম হতে বাইসাইকেল যোগে বিরামপুরে আসলে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌর শহর এলাকা ঢাকামোড় অগ্রণী ব্যাংকের সামনে পৌছালে পিছন দিক থেকে আসা রাস্তা মেরামতের হিট পাথর বোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দিলে ইব্রাহীম হোসেন গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা গুরত্বর আহত ইব্রাহীম হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিরামপুর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিক্যাল অফিসার ডাঃ এম,এ কাসেম তাকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান ঘটনার সতত্যা বিষয়টি নিশ্চিত করে বলেন,
দিনাজপুর-গোবিন্দগঞ্জ পৌর শহর এলাকা ঢাকামোড় অগ্রণী ব্যাংকের সামনে মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ইব্রাহীম হোসেন নামে এক যুবক গুরুত্বর আহত হয়। স্থানীয়রা গুরুত্বর আহত বাইসাইকেল আরোহী ইব্রাহীম হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক ড্রাম ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ রিপোর্ট লেখা আগ পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও ওই পুলিশের কর্মকর্তা জানান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।