মামুনুর রশীদ মামুন ,কুড়িগ্রাম: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ী, সদর উপজেলা সহ নাগেশ্বরী উপজেলার ২৭ টি ইউনিয়নে ভোট গ্রহন রবিবার (২৮ নভেম্বর) সকাল আটটায় শুরু হয়েছে। বিকাল চারটা পর্যন্ত চলবে এ ভোট গ্রহন।
এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩৬ জন, সাধারণ সদস্য পদে ৬শ ১৬ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯শ ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বতা করছে। নির্বাচনে ৩ উপজেলায় ২৭টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৬০ হাজার ৭শ ৪১ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ৮০ হাজার ৮শ ২জন এবং পুরুষ ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮শ ৩৯ জন। ২৭টি ইউনিয়নের মোট ২শ ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহন চলছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব জানান, সকাল আটটায় ভোট গ্রহন শুরু হয়েছে। কোথাও কোন ধরনের সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে ভোট গ্রহন চলছে। নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ১৩ প্লাটুন বিজিবি, ৯ প্লাটুন র্যাব, প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১৭ জন আনসার মোতায়ন করা হয়েছে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে মাঠে থাকবে ১৫ জন ম্যাজিস্ট্রেটের ১৫টি টিম।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।