শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ  কেশবপুর সদর ইউপির নতুন মূলগ্রাম ২ নং ওয়ার্ডের স্থগিত কেন্দ্রের ভোট গ্রহন গতকাল সোমবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে উৎসবমুখর পরিবিশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দীন আলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

জানাগেছে, গত ৫ জানুয়ারি কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রাম ২ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে বিশৃঙ্খল পরিবেশের অভিযোগে ভোট গ্রহণ স্থগিত করা হয়। নতুন মূলগ্রাম ২ নং ওয়ার্ডের স্থগিত ভোট কেন্দ্র নিরাপত্তার চাঁদরে আবৃত ছিল। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেছেন।

তাছাড়া নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে দুই টি মোবাইল টিমের টহল চলমান ছিল। নতুন মূলগ্রামে ভোট কেন্দ্রে ২১১৯ ভোটের মধ্যে ১৭২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গৌতম রায় ৫১৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দীন আলা মোটর সাইকেল প্রতীকে ১১৭৩ ভোট, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম চশমা প্রতীকে ৪ ভোট,

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আনিছুর রহমান হাতপাখা প্রতীকে ৩ ভোট ও স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আয়ুব আলী ৩ ভোট পেয়েছিলেন। ১০ টি কেন্দ্রের ফলাফলে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা প্রভাষক আলাউদ্দীন আলা মোটর সাইকেল প্রতীকে ৬১০২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী গৌতম রায় ৫৯০১ ভোট পেয়েছেন।

অপরদিকে ১০ টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম চশমা প্রতীকে ১২১১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান হাতপাখা প্রতীকে ২২৬ ভোট ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ্যাড. আয়ুব আলী ১২৬ ভোট পেয়েছেন।

এদিকে সাধারণ ইউপি সদস্য পদে সিরাজুল ইসলাম তালা প্রতীকে ৭৮৬ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রার্থী কামরুজ্জামান ফুটবল প্রতীকে ৭১৫ ভোট পেয়েছেন। অপর প্রার্থী দেব্রত বাছাড় মোরগ প্রতীকে ৭৬ ভোট ও বিল্লাল হোসাইন টিউবওয়েল প্রতীকে ৮ ভোট পেয়েছেন। তাছাড়া ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে তালগাছ প্রতীকের প্রার্থী রাশিদা বেগম নির্বাচিত হয়েছেন।

 

কলমকথা/সাথী