মোস্তফা কামাল, কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ
কেশবপুরে সোমবার ভোরে বিষাক্ত গোখরো সাপের কামড়ে ইজহার আলী গাজী নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালি গ্রামের মৃত ইফাজ তুল্লার ছেলে।
মাগুরখালি গ্রামের ইউপি সদস্য লুৎফর রহমান বলেন, ভ্যানচালক ইজহার আলী (৬৮) রাতের বেলায় তার মাটির ঘরে ঘুমিয়ে ছিল। একটি বিষাক্ত গোখরো সাপ ঘরে ঢুকে তার দু’পায়ে পেঁচিয়ে ধরে। ওই সাপ ছাড়াতে গেলে তার পায়ে কামড় দেয়। ভোরে পরিবারের লোকজন তাকে কেশবপুর হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী সাপটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী বলেন, ভ্যানচালক ইজহার আলীর অবস্থা আশঙ্কাজনক থাকায় জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।