অলিয়ার রহমান, কেশবপুর ( যশোর)প্রতিনিধিঃ
কেশবপুরের সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয়ের ৫০ জন ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুর নারী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ছাত্রীদের হাতে ওই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু শারাফ সাদেক কারিগরি ও বাণিজ্য মহাবিদ্যালয় ভারপ্রাপ্ত অধ্যাক্ষ শ্যামল কুমার ঘোষ।

অত্র প্রতিষ্ঠানের বাংলার প্রভাষক কানাই লাল ভট্টাচার্য্য এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য, রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, হাজী আব্দুল মোতালেব মহিলা কলেজ প্রভাষক জান্নাতুল ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক আজহারুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সহকারি অধ্যাক্ষ অপূর্ব কুমার ঘোষ, প্রভাষক মোঃ আব্দুল গনি, প্রভাষক আজহারুল ইসলাম, প্রভাষক মনতোষ কুমার দাস, প্রভাষক পরেশ চন্দ্র কুন্ড, প্রভাষক সাইফুল ইসলাম, কুন্তল বিশ্বাস, সাংবাদিক এনামুল হাসান নাইম সহ প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ।

স্বাস্থ্য উপকরণ সামগ্রী পেয়ে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণির ছাত্রী সুরাইয়া খাতুন, খাদিজা খাতুন, শিমলা খাতুন, পূজা দাশ, শ্রাবনী দাশ, পিংকি দাশ বলেন, আমাদের শিক্ষা জীবনে এই প্রথম স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে অতান্ত খুশি হয়েছি। এমন মহতি উদ্দ্যেগকে আমরা সাধুবাদ জানায়।

আগামীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তারা।