মোঃ ফারুক হোসেন খাগড়াছড়িঃ খাগড়াছড়িতে বাস ও পুলিশের টহল গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। শনিবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫ ঘটিকার সময় জেলা সদরের জিরো মাইল মহালছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী দ্রুতগতিতে আসা এস আলম বাসটি সদরের মহালছড়া এলাকায় আসলে টহল থাকা পুলিশের পিকাপ গাড়িটির সামনে থেকে চাপা দেয়। এতে মোট ৬জন পুলিশ সদস্য আহত হয়। যার মধ্যে দুজান অবস্থা গুরুতর। সাথে চালক- সুজন চাকমাও আহত হয়েছে।

তিনিও চিকিৎসাধীন। সে দীঘিনালা উপজেলার বাসিন্দা। আহতরা হলেন সশস্ত্র মোঃ মিজানুর রহমান, নায়েক- ঈশ্বর চাকমা, কনস্টেবল মোঃ আবু ইউসুফ, কনস্টেবল তানভির হোসেন, কনস্টেবল মোঃ সেলিম রেজা, এরা উভয়ে খাগড়াছড়ি পুলিশ লাইনে কর্মরত রয়েছেন বলে জানা যায়।

গুরুতর আহত অবস্থায় মোঃ আবু ইউসুফ ও মোঃ তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই মোঃ আব্দুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ২জনকে চমেকে প্রেরণ করা হয়েছে। বাকী ৩জন পুলিশ সদস্য ও চালককে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।