![dkk](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/06/200758334_2844071005856282_4256226660311904998_n.jpg)
খুলনার পাইকগাছা উপজেলা ও পৌরসদরে অবস্থিত শাপলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় ফের আবু সুফিয়ান (৭) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগে ক্লিনিকটি সিলগালা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
শনিবার (১৯ জুন) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় স্বজনরা শিশুটির লাশ নিয়ে সেখানে বিক্ষোভ শুরু করে। এসময় স্থানীয়রাও বিক্ষুব্ধদের পাশে এসে দাঁড়ায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে থানা পুলিশ অবস্থান নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্লিনিকের বৈধ কাগজ-পত্র দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হন।
এসময় তিনি ক্লিনিকটিকে ৫ হাজার টাকা জরিমানা ও সিলগালার নির্দেশ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানকার পরিবেশ নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনার শিকার শিশুর স্বজনসহ স্থানীয়রা জানান, শিশু মোঃ আবু সুফিয়ান দাকোপের গড়ইখালী এলাকার আব্দুস সালামের ছেলে।
পেটে ব্যাথার সমস্যা নিয়ে সুফিয়ানকে শুক্রবার সকালে ক্লিনিকটিতে নেয়া হয়। এসময় সেখানকার ডাক্তার বলেন, তার অ্যাপেন্ডিস হয়েছে। জরুরী অপারেশন করাতে হবে।
এরপর তাকে অপারেশন করাতে ঐদিন সকাল ৯ টার দিকে ভর্তি করান। বিকেল ৫ টার দিকে জনৈক ডাক্তার ফারুক এসে তাকে অপারেশন করলেও আর হুশ বা জ্ঞান ফেরেনি তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।