মুজিববর্ষ উপলক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চারা বিতরণ করা হয়।
গোপালগঞ্জ সংক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, জেলা বন সংরক্ষক কর্মকর্তা আজিজুল
ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন,
ইউপি সদস্য হান্নান সরদার, প্রধান শিক্ষক সেলিনা খানম, আইনুল হক শরীফ প্রমুখ। পরে বিদ্যালয় চত্বরে একটি কৃষ্ণচূড়াগাছের চারা রোপণ করেন প্রধান অতিথি নার্গিস রহমান।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।