প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনি আসন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭টি ইউনিয়ন ও টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কোটালীপাড়া উপজেলার ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন মনোনায়নপত্র জমা দেন। এর মধ্যে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থীদের। শুধু আমতলী ইউনিয়নে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থী রাফেজা বেগম।
হাইকোর্টে রিট দায়ের করায় উপজেলার বাকি তিনটি ইউনিয়ন হিরণ, কুশলা ও কলাবাড়ী ইউনিয়নের নির্বাচন আগামী ২০২২ সালে ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। ২৫ নভেম্বর উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানা গেছে।
টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়নে ১৮ জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে আনন্দমুখুর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।
কোটালীপাড়া উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে পিঞ্জুরী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আমিনুজ্জামান খাঁন মিলন (নৌকা), মো. আবু সাঈদ সিকদার (স্বতন্ত্র), সামিউল হাওলাদার (স্বতন্ত্র) ও কামরুল ইসলাম (স্বতন্ত্র)।
শুয়াগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। তারা হলেন, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ (নৌকা), জাহিদ হোসেন খান (স্বতন্ত্র) ও আব্দুল আজিজ খান (স্বতন্ত্র)।
আমতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে শুধু রাফেজা বেগম (নৌকা) মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, তুষার মধু (নৌকা), মান্নান শেখ (স্বতন্ত্র)।
রাধাগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তারা হলেন, ভীম চন্দ্র বাগচী (নৌকা), মো. হাবিবুর রহমান (স্বতন্ত্র) এবং আব্দুল হালিম (স্বতন্ত্র)।
সাদুল্লাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, সমর চাঁদ মৃধা খোকন (নৌকা), সত্যেন্দ্রনাথ জয়ধর (স্বতন্ত্র), বিমল সিকদার (স্বতন্ত্র), জগদীশ চন্দ্র বাড়ৈ (স্বতন্ত্র)।
বান্ধাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে মিজানুর রহমান হাওলাদার (নৌকা), মো. লিপন মিয়া (স্বতন্ত্র), মো. হান্নান মোল্লা (স্বতন্ত্র) ও আসেক রাসুল (স্বতন্ত্র) রয়েছেন।
কোটালীপাড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা খায়রুল হাসান বলেন, প্রার্থীরা আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন মনোনয়নপত্র যাচাই ও বাছাই করা হবে। তবে শেষ মুহূর্তে হাইকোর্টের এক রিটের নির্দেশে উপজেলার হিরণ, কুশলা ও কলাবাড়ী ইউনিয়নের নির্বাচন আগামী ২০২২ সালের ১৬ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়নে আওয়ামী লীগসহ ১৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুশলী ইউনিয়নে চেযারম্যান প্রার্থী ৩ জন। এরমধ্যে বেলায়েত সরদার (নৌকা), কদর আলী (স্বতন্ত্র) ও দুলাল গাজী (স্বতন্ত্র) রয়েছেন।
বর্নি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ২ জন। মিলি আমিনুর (নৌকা) ও খালিদ জমাদ্দার (স্বতন্ত্র)।
গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৫ জন। লাল বাহাদুর (নৌকা), অরুণ বাইন (স্বতন্ত্র), রিকো কবিরাজ (স্বতন্ত্র), সূশেন সেন (স্বতন্ত্র) ও শৈলেন্দ্র নাথ বাইন (স্বতন্ত্র)।
পাটগাতি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। শেখ শুকুর আহমেদ (নৌকা), শেখ জাহাঙ্গীর হোসেন (স্বতন্ত্র), রমজান শরীফ (স্বতন্ত্র) ও কবির শেখ (স্বতন্ত্র)।
ডুমুরিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ৪ জন। এরমধ্যে আলী আহম্মেদ (রৌকা), সুখময় বাইন (স্বতন্ত্র), হাসমত আলী কিনু (স্বতন্ত্র) ও মৃনাল বিশ্বাস (স্বতন্ত্র) রয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।