ডাঃ আজাদ খান, ষ্টাফ রিপোর্টার: শুক্রবার (১৯ শে নভেম্বর) সন্ধ্যায় কাতালগন্জ এম এ হান্নানের বাসভবনে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (সম্মিলিত মানবাধিকার বিশ্ব) CHRW এর উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা’ র কমিটি গঠনকল্পে এক সভা মানবাধিকার কর্মী মোহাম্মদ হাবিব উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মাহফুজ হান্নান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সাবেক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট অশোক দাস কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সামির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এম নূরুল হুদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজ আদালতের সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পিপি এডভোকেট সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী টিপু, সংগঠনের মহানগর সদস্য সচিব আবু সাদাত সায়েম। বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম মনজুর আলম, মোহাম্মদ আসিফ ইকবাল, এম এ আজাদ চৌধুরী, মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হিরা প্রমুখ। চট্টগ্রাম দক্ষিণ জেলা’র আহ্বায়ক কমিটি ঘোষনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ সোহেল আহমেদ মৃধা এর অনুমতিক্রমে সংগঠনের কেন্দ্রীয় আঞ্চলিক সমন্বয়ক সৈয়দ মাহফুজ হান্নান। আহ্বায়ক মনোনীত হন বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক মোহাম্মদ হাবিব উল্লাহ ও সদস্য সচিব মনোনীত হন চট্টগ্রাম জজ আদালতের সিনিয়র আইনজীবী ও অতিরিক্ত পিপি এডভোকেট সামশুদ্দিন আহমেদ সিদ্দিকী টিপু। সবার শেষে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ কে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করা হয় ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।